ভালোবাসা পৃথিবীতে মন নিয়ে খেলা
বিশ্বাসে শপথ নিয়ে বুকের গভীরে
নিজেকে চিনতে হবে ভিতরে বাহিরে
আবেগ বিবেক বোধে ইচ্ছা শক্তি চলা
মানুষের অনুভুতি আপন সত্তায়
হাসি কান্না জীবনের সুখ দু:খ ঘিরে
সময়ের ব্যবধানে পালাক্রমে ফিরে
অস্থির হৃদয়ে শুধু সম্পর্কে জড়ায়
এক মন এক প্রান একটা জীবন
হয়নাতো কেউ কারো বাঁচার ভূবন
ভালো লাগার পছন্দ কাম ক্রোধ লোভ
ক্ষনিকের মোহ মায়া চিরদিন ডুব
উদ্ভাসিত যৌবনের সিদ্ধান্তের ভুল
সুন্দর জীবন নষ্ট শোধিতে মাশুল