মন খুঁজে মন
শপথ
মানুষের মাঝে কবে হারিয়েছি মন,
কে জানি কুড়িয়ে পেল তাকে শুধু খুঁজি,
আপন করে আমাকে বেঁধে নিবে বুঝি,
চুর ডাকাত সে জন করেছে হরণ।
সাজানো স্বপ্নেরা ছিল বুকের শহরে,
কল্পনার চিত্রছবি হৃদয়ের দৃষ্টি,
আল্পনার তুলি দিয়ে অপরুপ সৃষ্টি
স্নিগ্ধ কোমল হরিণী উদাসী অন্তরে।
আনন্দের চারদিক ঘিরে অন্ধকার,
কখনো কুয়াশা স্নান কখনো শিশির,
মনের কপাট বন্ধ খোলিতে অস্থির,
নিয়তির এ ছলনা আহত আশার।
বাস্তব আর স্বপ্নের সন্ধির মিলন,
সুন্দর পৃথিবী শুধু মন খুঁজে মন।