আচ্ছা কি ভাব নিজেকে মূল্যহীন আমি
আরে আমার ইচ্ছাতে অনুভুতি গুলো
আবেগ জড়ানো নম্র ভদ্র খুব ভালো
চারিত্রিক গুনাবলী জীবনের দামী
তুমি বেশি মূল্যবান এটা ভেবে নয়
গর্ব আর অহঙ্কারে তুচ্ছ অবহেলা
চরম অপমানের প্রতারণা খেলা
আঘাতে ক্ষত বিক্ষত চাইতে বিজয়
সুযোগ দিয়েছি শুধু কলঙ্কিত হয়ে
সত্য সুন্দর পবিত্র হৃদয়ে সন্ধান
আদেশ নিষেধ যত বিরক্তের বান
উপদেশ অনুরোধ নয় কোন ভয়ে
ভোগ বিলাসী তোমার স্বার্থের জীবন
পাপ মুক্ত প্রেম প্রীতি সম্পর্ক স্থাপন