মহীমার রজণী
শপথ
ধর্মপ্রাণ মুসলিম অদ্য রজণীতে,
নৈকট্য লাভের আশা মুক্তির সন্ধান,
সুখ শান্তির সম্বৃদ্ধি মঙ্গল কল্যাণ,
ইবাদত বন্দেগীর দোয়া মোনাজাতে।
কুরআন তিলোয়াত জিকির ওয়াজ,
আল্লাহর রহমত বরকত পেতে,
বান্দার ভাগ্য লিখন বিধাতার হাতে,
স্রষ্টার সন্তুষ্টি লাভে নফল নামাজ।
মহীমান্বীত রজণী শব'ই বরাত
মহান আল্লাহ তালা করে নির্ধারণ,
আরগ্যে সুস্থ সুন্দর মানব জীবন,
সৌভাগ্যের চাবিকাঠি রিজিক হায়াত।
হে পরোয়ারদেগার করিও কবুল,
ক্ষমা করে দাও যত অপরাধ ভুল।