মহিমা
শপথ
অগ্নিতে নিক্ষেপে যবে নবী ইব্রাহীম,
জান্নাতী ফুল বাগিচা শান্তিময় হিম।
অন্ধ কূপে ইউসুফ বাঁচার নিরাশা,
সুমহান মর্যাদায় মিশরে বাদশা।
মাছের পেটে জীবত ইউনুস নবী,
কুদরতের মহিমা রহমত সবি।
মুসাকে নীল দরিয়া করিলে উদ্ধার,
অতলে ফেরাউনকে ডুবিয়ে মারার।
প্রেরিত নবী রাসুল জগতে পাঠালে,
মানব মুক্তির বাণী কিতাব নাযিলে।
তোমার প্রিয় হাবীব নবী মুহাম্মদ,
দয়ার কৃপায় তুমি করিলে উম্মত।
আমি পাপী অপরাধী এই ফরিয়াদ,
কবুল কর মাওলা ক্ষম অপরাধ।