চাইনিতো এতো বেশি, কেন তবে দিল?
দিলে যদি কৃপা ভরে, কেন কেড়ে নিলে?
কি অপরাধে পেলাম? এতো বড় সাজা,
নিয়তির উপহাস, পেলে বুঝি মজা?
ধীরে ধীরে মন জুড়ে আশা ভালোবাসা,
বাঁচিবার স্বপ্নে সাধি পৃথিবীতে নেশা।
হারালাম অজানায়, পরিচিত নাম,
সভ্য সুশীল সমাজে রটে বদনাম।
সুখ শান্তি হাসি খুশি মহীমা অপার,
বিপদে পতিত হলে, করনি উদ্ধার।
ব্যথা বেদনার কষ্টে যাচি আরাধনা,
করুণার আর্শিবাদে মিথ্যা প্রবঞ্চনা।
অনুরাগে প্রতিশোধ নিত্য অভিশাপ,
জন্ম আমার আজন্ম বাঁচা মহাপাপ।