মহান তুমি
শপথ
প্রভু তুমি শ্রেষ্ট দাতা সৃষ্টির কল্যাণে,
বিপদ আপদে রক্ষা করিতে নিশ্চয়,
নিরাপদ পৃথিবীতে দিয়েছো আশ্রয়,
সুন্দর বিশ্ববাগান সকল সৃজনে।
মতিভ্রমে পথভ্রষ্ট পাইতে উদ্ধার,
নবী রাসুল প্রেরণ মুক্তির সন্ধান,
সঠিক নির্দেশণায় অকাট্য বিধান,
ভুল শোধনে সুযোগ মহিমা তোমার।
বেদনা বিধূর ব্যথা পরশে হরণ,
কষ্টের জ্বালা যন্ত্রণা হৃদয়ের ক্ষত,
করুণার সুখ শান্তি পাই অবিরত,
মমতার স্নেহে হয় দুখ নিবারণ।
অতি দয়ালু মহান তুমি ক্ষমাশীল,
রহমত বরকতে দান অনাবিল।।