মুহাম্মদ নাম
শপথ
এ কেমন যাদুমাখা মুহাম্মদ নাম,
ঐ নাম শুনিলে কানে হারিয়ে নিজেকে,
মক্কা মদীনায় যেতে দিওয়ানা থাকে,
সাহারার বুকে ফুল ফোটে ইসলাম।
আল্লাহর পয়গাম ধরণীর বুকে,
তৌহিদের বাণী শুনি মুক্তির সন্ধান,
রহমাতাল্লিল নবী শান্তির নিশান,
উদিত রবি কিরণ নিখিল আলোকে।
আফছোস এ জীবনে এসেছি ভূবনে,
আশরাফুল সৃজন হয়ে ইনসান,
নবীর দীদারে ধন্য জুড়াবে কি প্রাণ,
সালাম জানাতে গিয়ে পবিত্র চরণে।
হাশর মিযানে যত পাপীষ্ঠ উম্মত,
মুহাম্মদ নাম গুনে পাবে শাফায়াত।।