মধ্যাকর্ষ শক্তি
শপথ

এ কোন গুপ্ত রহস্য নর নারী দেহ
উদঘাটনের চেষ্টা কামনা বাসনা
সম্মিলিত প্রচেষ্টায় চলে গবেষণা
নারী পুরুষ জগতে সফল কি কেহ?
যৌবনের আলিঙ্গন আত্মার বাঁধন,
পুরুষের আকর্ষণে নারীর পিপাসা,
নারীর জন্য পুরুষে প্রেম ভালবাসা,
এক সুঁতো দিয়ে বাঁধে জীবন মরণ।।

নারী দেহের ছুঁয়াতে পুরুষ জাগ্রত,
অঙ্গে অঙ্গে মিলনের চুম্বকের টান,
আকর্ষণে বিকর্ষণে দেহ ব্যাবধান,
পুরুষের স্পর্শ পেলে নারী পুলকিত।
আকাশে পাতালে শক্তি খুঁজে নিউটন,
নর নারী মধ্যাকর্ষ  শক্তির সৃজন।।