মায়ের অভাব
শপথ
মা বিনে বান্ধব নেই কেহ এ জগতে
অবুঝ সন্তান রেখে চলে গেলে তুমি
বাবার করুণা পাই নতুন মা আমি
তোমায় কেবল খুঁজি আঁচল ছায়াতে।
আদর স্নেহ তোমার শান্তির পরশ,
ভুলেছিলাম তোমাকে চিরতরে ভবে,
জেগে উঠে সেই স্মৃতি সুখ অনুভবে,
নতুন ভাইকে পেয়ে বাবা মা বেহুশ।।
আমার কথা বাবার নেই যে স্বরণ,
মা যেনো হিংস্র প্রাণী দয়া মায়া হীন
কাছে গেলে মারে ধরে শাস্তিতে কঠিন,
দেখেনা কেউ আড়ালে ঝরে দু'নয়ন।
মায়ের অভাব ছিল বিধির ভাণ্ডারে,
কপাল পোড়া সন্তান পৃথিবীর তরে।।