মায়ের ডাক
শপথ
পবিত্র বদন খানি নিষ্পাপ সুন্দর,
নিরাপদ আবাসন জননীর কোল,
নির্দিদ্বায় ক্ষমা করে সন্তানের ভু্ল,
স্নেহময়ী মমতায় শান্তির আদর।
আরাধনা উপাসনা বুকের ভিতর,
আর্তনাদে আহাজারি অসুখ বিসুখ,
মঙ্গল কল্যাণ শুধু সন্তানের সুখ,
বিপদ আপদ ঢাকে অদৃশ্য চাদর।
মা যখন সন্তানকে খোকা বলে ডাকে,
মধুমাখা যাদুমাখা অমৃতের সুরে,
ক্ষুধা তৃষ্ণা পরিতৃপ্ত নিবারণ করে,
জীবন রক্ষা কবজ দুই হাতে থাকে।
আদেশ নিষেধ যত শুনিলে মায়ের,
সাফল্যের চাবিকাঠি পায় জগতের।