মাতৃগর্ভে জন্ম নিল সদ্য শিশু ফুল,
দশ মাস দশ দিন জঠোরে ধারণ,
ভূবনে রচিতে এক মানব কানন,
সন্তান প্রসবে মা যে জগতের মূল।
আদর স্নেহ মমতা কোমল অন্তরে,
যত্নে লালন পালন কোলে তোলে লয়,
নিরাপদ বুকে শান্তি সুখের আশ্রয়,
ক্ষুধা তৃষ্ণা নিবারণে দুধ পান করে।
ন্যায্য সম্মান মর্যাদা স্রষ্টার সমান,
মায়ের উচ্চ আসন অবহেলা ভুল,
অকৃতজ্ঞে তুষ্ট নয় আল্লাহ রাসুল,
সন্তানের ভাগ্যলিপি মঙ্গল কল্যাণ।
মায়ের চরণ দুটি অমূল্য রতন,
যেখানে ভজিলে পাবে প্রভুর দর্শন।