মায়ের চরণ
শপথ

মায়ের চরণ তলে মুক্তির সন্ধান,
সেবাতে আল্লাহ খুশি হাদীসে বর্ণনা,
জান্নাত পায়ের নীচে নবীর ঘোষণা
দিন রজণী পালনে প্রতিটি সন্তান।
মাতৃসেবা সন্তানের শ্রেষ্ট ইবাদত,
নামাজ রোজা বিফল পূণ্য যত আছে,
কবুল হয়না কভু আল্লাহর কাছে,
মায়ের দু'আতে পূর্ণ খাঁটি মজবুত।

মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ নারাজ,
মহা পাপীষ্ঠ জগতে গুনাহ কবিরা,
চোখের জলে আগুন জাহান্নামে পোড়া,
জান্নাত হারাম হবে নরকে বিরাজ।
কে বলে স্বর্গ  নরক আছে পরকালে,
জননীর পদতলে পাবে ইহকালে।।