মায়ের আসন
শপথ
খোদার পরেই জানি মায়ের আসন,
ওগো মা তুমি শুধু মা হয়না তুলনা,
তোমার আঁচল ছায়া আমার শান্তনা,
জীবন দিয়ে হয়না কভু শোধ ঋণ।
পৃথিবীতে সন্তানের মঙ্গল কল্যাণে,
একমাত্র আপন মা স্থান নিরাপদ,
জীবন বাজী উদ্ধারে যে কোন বিপদ,
সন্তান বাঁচিয়ে রাখে স্বার্থ বিসর্জনে।
জান্নাত চরণ তলে বলেন রাসুল,
মায়ের শ্রেষ্ট মর্যাদা হাদীস মহান,
অসম্মানে অভিশাপ কুড়ায় সন্তান,
জাহান্নাম অনিবার্য জীবনের ভুল।
অসন্তুষ্ঠ পরোয়ারে মায়ের আঘাতে,
ইবাদত বরবাদ পাপীষ্ট জগতে।