যে ভুল করেছি আমি চির অপরাধী
ক্ষমা নেই কোন ভুল শাস্তি দিবে বাঁধি
ভালোবেসে কাছে এসে যে হলো আপন
কথা কর্ম ব্যবহারে অতিষ্ট এখন
সয়না যে প্রানে আর মানসিক চাপ
ব্যথার আঘাতে বাড়ে যন্ত্রনার ধাপ
হাসি খুশি প্রতিশোধে নিত্য অপমান
শাসনে শোষনে তার কঠিন শ্লোগান
ক্ষত বিক্ষত হৃদয়ে নির্যাতনের ঘাঁ
দেখেনি সে কোনদিন কাঁদি শুধু বৃথা
ভাবেনি আমাকে নিয়ে আমিও মানুষ
পাথরের গড়া মুর্তি নির্বাক আপোষ
হুশ জ্ঞান বোধশক্তি আপন ইচ্ছাতে
প্রেম বলে কিছু নেই মায়ার জগতে