তোকে আর ফিরে পেতে চাইনা জীবনে
অপরাধী পাপী আমি তোর আদালতে
অতীত ভুলে থাকিস বাঁচিতে ভূবনে
যতনে মুছে ফেলিস যা আছে স্মৃতিতে
দিয়েছি ব্যথা বেদনা বিরক্তের কষ্ট
ভালোবেসে থাকি পাশে গভীর সম্পর্কে
উপকারে ক্ষতি হলো তোর সব নষ্ট
সর্বাত্মক চেষ্টা ছিল বৃথা যুক্তি তর্কে
কোনদিন চাইনি যে তোর অমঙ্গল
অবিশ্বাসী তোর মনে ছিল না সম্মান
ভুল ভ্রান্তি দোষ ত্রুটি চরিত্রে সম্বল
সততা আদর্শ তোকে দিব কি প্রমাণ
জোর করে বেঁধে রাখা নেই প্রয়োজন
চিরতরে ছিন্ন হোক মায়ার বাঁধন