যে খুঁজে মানুষে খোদা সেইতো মানুষ,
প্রেম প্রীতির বন্ধনে জগত একত্র,
সত্য ন্যায়ের আলোতে হৃদয় পবিত্র,
দিব্য জ্ঞানে সাদা মনে আছে যার হুশ।
বানিয়ে আদমজাদা কোথায় লুকালো?
ফেরেস্তাগণে সেজদা মর্যাদা ঘোষণা,
কি জন্য হুকুম দিল দয়াল রাব্বানা?
আপন রুপ প্রকাশে নিরাকার হলো।
নিজেকে ভুলে মানুষ না চিনিল মন,
যে জন গড়ে জগতে সৃষ্টির প্রধান,
বিধানে শ্রেষ্টত্ব দানে দিয়েছে প্রমাণ,
ভ্রান্ত ধারণায় তবু মানব জীবন।
আল্লাহ আদম আর মুহাম্মদ নবী,
স্রষ্টার জাত সুরুতে মানুষের ছবি।