মানুষের মূল্য
শপথ

সৃষ্টির শ্রেষ্ট মানুষ ঘোষণা স্রষ্টার,
নুরের ফেরেস্তা করে আদম সেজদা,
আল্লাহর প্রতিনিধি নিযুক্তে মর্যাদা,
অবাধ্য নাফরমান অযোগ্য ক্ষমার।
অভিশপ্ত বহিস্কৃত শত্রু শয়তান,
যুক্তি তর্ক আগুনের আপন সুনাম,
আল্লাহ ব্যাতীত জানি সেজদা হারাম,
মাটির তৈরি আদম করে অপমান।

আদমকে অবহেলা অসন্তুষ্ট প্রভু,
আল্লাহর মহাশত্রু মূর্খ ইবলিশ,
মানুষের দুশমন বিধানে নোটিশ,
আদমের জন্য সব বুঝিনি তা কভু।
অন্ধ হয়ে পাপে ডুবি চিরসত্য ত্যাগে,
মানুষের মূল্য কত অন্তরে কি জাগে?