কি খেলা খেলেছে প্রভু মানুষের বেশে,
অস্তিত্বের প্রকাশনা রহস্য গোপন,
নিরাকার রুপ মিশে মানব সৃজন,
মুহাম্মদ নাম ধরে আরবের দেশে।
আল্লাহ রাসুলুল্লাহ আকার সাকার,
বিষয় তত্ত্বের ভেদে সৃষ্টিতে পরম,
গড়িলেন সুনিপুন মাটির আদম,
জগতে করিল এসে আপন প্রচার।।
মেরাজের আয়োজন, কথোপকথোন,
মানব হৃদয়ে প্রেম আদান প্রদান,
প্রিয় -অপ্রিয় বান্দার ইবাদতে গান,
সপ্ত আসমানে যাঁকে করে নিমন্ত্রণ।
আল্লাহ, রাসুল রুপে প্রকাশ্যে গোপনে,
শ্রেষ্ট মর্যাদায় এলো আদম ভূবনে।।