মানুষ নয়
শপথ

সমস্ত সৃষ্টির মাঝে একমাত্র প্রাণী,
মানুষ জন্মিলো ভবে না হয়ে মানুষ,
নিকৃষ্ট জানোয়ারের বৈশিষ্ট্যে বেহুশ,
ভাল মন্দ কর্মকান্ডে পরিচয় জানি।
দুধে মাখন লুকানো মন্থনে প্রকাশ,
সৎপথে সৎকর্মে পূণ্যের আমল,
পথভ্রষ্ট মানুষের জীবন বিফল,
জ্ঞানের প্রদীপ জ্বেলে প্রতিভা বিকাশ।

হুশিয়ার সাবধান ভিতর বাহির,
সোনাকে খাঁটি করতে আগুনে পুড়ায়,
নাপাকের আবর্জনা থাকে যদি গায়,
পথের সন্ধান করে আল্লাহ নবীর।
কাম ক্রোধ লোভ মোহ করে পরিস্কার,
মানুষ হওয়া খুব কঠিন ব্যপার।।