কত গড়েছে ভেঙ্গেছে অবাক বিস্ময়ে,
প্রজন্ম থেকে প্রজন্ম তবুও মানুষ,
বেচে আছে পৃথিবীতে নারী ও পুরুষ,
ব্যক্তিত্বে মহত্বে কর্মে জয় পরাজয়ে।
মায়া মমতার প্রেম সহমর্মিতায়,
ভালোবাসার বন্ধন স্নেহের আদরে,
যশ খ্যাতির সুনাম যুগ যুগ ধরে,
মঙ্গল কল্যাণে সুখ ব্যথা বেদনায়।
প্রেম প্রীতি মানবতা মানব অন্তরে,
ত্যাজিয়া স্বার্থের লোভ পবিত্র হৃদয়ে,
আত্মত্যাগে মহীয়ান শান্তির বিজয়ে,
কত সুন্দর বাগান সাজালো ঈশ্বরে।
সকল সৃষ্টির শ্রেষ্ট স্রষ্টার সৃজন,
মানুষ মানুষ হলে স্বার্থক জীবন।