আত্মশুদ্ধি প্রচেষ্টায় কেনা বেচা নিত্য,
আত্মার মোকামে চলে দর কষাকষি,
সত্য পবিত্র পণ্যের মূল্য জানি বেশি,
ভালো মন্দ নিরুপনে হিসাবে অগত্য।
আত্মাকে আকড়ে ধরে মানব জীবন,
যুক্ত মুক্ত চিত্তে সদা খাদ্য দ্রব্য জল,
অর্জনে বর্জনে নিত্য সফল বিফল,
শ্রেষ্টত্বের প্রমাণীত প্রকাশে গোপন।
গৌরবের মর্যাদায় অক্ষুন্ন বন্ধন,
স্রষ্টার সৃষ্টির মাঝে লেনা দেনা যত,
বিশ্বাসে নিঃস্বাসে খেলা আত্মা আমানত,
সাধন ভজনে সিদ্ধ জীবন মরণ।
চালানের মূলধন ষোল আনা পুঁজি,
খেয়ানতে দেনাদার মহাপাপী কাজী।।।