অন্তহীন যাত্রাপথে একাকী পথিক,
অস্তগামী পৃথিবীতে ঠিকানা বিহীন,
সর্বনাশী জীবনের লড়াই কঠিন,
ছদ্মবেশী মুসাফির ক্ষমতা অধিক।
সময়ের ব্যবধানে সুখের আশ্রম,
মানুষের ভালবাসা বেঁধেছে আপন,
ছলনার মায়াজালে স্বার্থের বন্ধন,
চিরতরে হারানোর মানব জনম।
পূর্বাঞ্চলে দিবাকর সোনালী সকাল,
কক্ষপথে গতিশীল পশ্চিমে ডুবিতে,
নিয়মিত উদয়নে প্রভাত জগতে,
নির্ধারিত অবস্থানে যুগ মহাকাল।
পৃথিবীতে একবার মানুষের আসা,
জীবনের স্বার্থকতা সাফল্য প্রত্যাশা।।