মানবতা
শপথ
সবার উপরে সত্য মানুষের সেবা,
মানুষ মানুষে শুধু মঙ্গল কল্যাণে,
ত্যাগের মহিমা ভবে স্বার্থ বিসর্জনে,
সুক্ষ্ণ জ্ঞানের বিচারে বুঝিয়াছে কেবা?
ধনী গরীব পার্থক্য শক্তির লড়াই,
মানুষেতে ভেদাভেদ কাণ্ড জ্ঞানহীন,
প্রবঞ্চিত অধিকারে বিবেক বিলীন,
হত্যাযজ্ঞে খেলে হলি মানবতা নাই।।
কুলোষিত মনুষ্যত্বে পৃথিবী শ্মশান,
লুণ্ঠণ ধর্ষণ খুন মিথ্যা ক্ষমতার,
অত্যাচারী জালিমেরা সমাজে সর্দার,
সত্য ন্যায়ের বিরুদ্ধে ধরছে শ্লোগান।
আদর্শে মহান যারা হরণে সততা,
লগ্নিত মানবতার সুশীল সভ্যতা।।