চাঁদ উঠেছে আকাশে মাহে রমজান,
সেহেরী ও ইফতার নির্দিষ্ট আহার,
ক্ষুধা তৃষ্ণায় সংযম হুকুম মানার,
ইসলামের আইনে ফরজ বিধান।
মুমিন মুসলমানে সাওম পালন,
আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ট নেয়ামত,
রহমত বরকতে পূর্ণ ফজিলত,
ইবাদতে মূল ভিত্তি দ্বিতীয় রুকুন।
পাপের মাগফিরাত কামনা বান্দার,
কৃপার দয়া মহিমা আল্লাহর দান,
ফরিয়াদ কবুলের পবিত্র আহ্বান,
মোনাজাতে পরিত্রাণ ক্ষমাতে উদ্ধার।
আল্লাহর প্রিয়জন প্রতি রোজাদার,
গুনাহগার পাপীর মহা পুরস্কার।