মা জননী
শপথ

মা জননী সন্তানের নিরাপদ নীড়,
মমতা স্নেহ আদর বরফ শীতল,
বিপদে আশ্রয় কেন্দ্র মায়ের আঁচল,
পৃথিবীতে শ্রেষ্ট দান করুণা বিধির।
ব্যথা বেদনার মাঝে মায়ের পরশ,
আপন স্বার্থের ত্যাগে ব্যক্তিত্বে মহান,
সৌভাগ্যবান জগতে সকল সন্তান,
মা থাকলে গৃহখানি খোদার আরশ।

বেঁচে আছে যতদিন দুনিয়ার বুকে,
প্রতিবন্ধি কানা খোড়া অবজ্ঞা সবার,
রোগাক্রান্ত ছেলে মেয়ে মা বড় ডাক্তার,
দোষ ত্রুটি ভালবাসে সন্তানের সুখে।
জান্নাত মায়ের পদে আছে বিধাতার,
সন্তানের নসীবে মা শ্রেষ্ট উপহার।