মন নিয়ে লুকোচুরি নিত্য খেলা প্রেম,
আমার মাঝেই আমি হৃদয় গহীণ,
ভাবের অতলে ডুবে সন্ধানে বিলীন,
কোথা পাবো উদাসীন প্রাণ নাথ শ্যাম।
চলার পথে অজান্তে কোনদিন দেখা,
চেনা নেই জানা নেই পরিচিত মুখ,
সাধে সাধে বাড়িয়েছি অন্তরে অসুখ,
দরশনে পরশনে দেয় শুধু ধোকা।
আজ মন কি যে চায় নিজেই জানিনা,
হারিয়ে খুঁজেছি যেন ফেরারি আসামী,
চিতার অনলে পুড়ি স্বপ্ন আশা চুমি,
চঞ্চল বিরহ জ্বালা সহেনা যাতনা।
সুখেরি পরশ যত কামনা বাসসা,
আপন সত্তার ত্যাগে প্রেমের সূচনা।