মায়াময় পৃথিবীতে বিশ্বাসী বাঁধন,
পাশাপাশি প্রতিবেশী মধুর সম্পর্ক,
শান্তিময় স্বর্গসুখে প্রত্যহ বিতর্ক,
মানুষের পরিচয় আত্মীয় স্বজন।
বাস্তবতা মানবতা সুন্দর চরিত্র,
নিয়মিত জন্মমৃত্যু বিধির ইশারা,
পরিবারে প্রতিদিন কলহে ঝগড়া,
অধিকারে স্বার্থত্যাগে অন্তর পবিত্র।।
ব্যবহারে শালীনতা আচরণ বিধি,
প্রতিহিংসা প্রতিশোধে অশোভন চিত্ত,
অভিশপ্ত আর্শিবাদে প্রতারণা নিত্য,
মুখোশের অন্তরালে ভালোবাসা সাধি।
অহঙ্কারে আভিজাত্য মাপকাঠি কড়ি,
জীবনের লোকসানে বসুন্ধরা গড়ি।।