প্রেম মাখা ভঙ্গি বাঁকা আকুল উদাসী,
প্রিয় - অপ্রিয় তোমার, অবজ্ঞা করুণা,
দয়ালু, পাষাণ, দানে- আনন্দ বেদনা,
ক্রোধে, মহত্বে গৌরব, অনন্ত বিলাসী।
কামনা বাসনা যত, আপন ইচ্ছায়,
ভাঙ্গা গড়া রীতিনীতি সাজানো সুন্দর,
ভয়ভীতি প্রদর্শণে বিবর্ণ বাসর,
কোমল, নির্মম তুমি কি যে অভিপ্রায়?
সাবধানে, সচেতনে, শাস্তির বিধান,
অভিশাপে, আর্শিবাদে, হাসি কান্না গেঁথে,
পুরস্কার, উপহাসে, সুখ দুঃখ সাথে,
যাতণা, শান্তণা মিছে, তবুও মহান।
পথভ্রষ্ট, সুপথের, জীবনের খেলা,
পাপ - পূণ্য ইবাদতে, এ কেমন লীলা।