লাইফ সাপোর্ট
শপথ

মস্তিস্কে রক্ত ক্ষরণ বিষম ব্যথায়,
চেকাপে এন্ড্রোসকপি আল্ট্রা স্নো এক্স রে,
প্রেমের অসুখ বাঁধে ব্রেন টিউমারে,
ডায়াবেটিক প্রেশার নিয়ন্ত্রণ দায়।
গ্যাস্ট্রিক ও আলসারে খাদ্যনালী জ্বলে,
বুকের পাঁজরে ব্যধি ধরেছে পচন,
বিচ্ছেদের অগ্নি কান্ডে বিরহ দহণ,
উপশম নেই কোন মরিব অকালে।

আহার নিদ্রা বিহীন দিবস রজণী,
আর্তনাদ অবিরাম বাঁচিবার আশা,
ঔষুধ সেবনে কোন নেই যে ভরসা,
শেষ নিঃশ্বাস ত্যাগে প্রতীক্ষায় আমি।
পরিক্ষা নিরীক্ষা যত ডাক্তারি রিপোর্ট,
তুমি যে ভালবাসার লাইফ সাপোর্ট।।।