খুঁজি শুধু তাকে
শপথ
অন্ধকারে খুঁজি তাকে বন্ধ করে আঁখি,
আল্পণার কল্পনায় শয়নে স্বপনে,
পূর্ব পশ্চিম দিগন্তে উত্তর দক্ষিণে,
সামনে পিছনে শুধু অপলক দেখি।
দিবানিশি ডানে বামে খুঁজে ফিরি তাকে,
নিস্পাপ সেই চাহনি লজ্জাবতী ভয়ে,
চঞ্চলা হরিণী দেখি থমকে দাড়িয়ে,
স্বর্গের অপ্সরী এল ধরণীর বুকে।।
আজো খুঁজি সেই ফুল গোলাপের কলি,
সুভাষিত গন্ধে মুগ্ধ করেছে আকুল,
ভালবাসি এ কথাটি বলিতে ব্যাকুল,
অপরুপার পিছনে সংকোচে চলি।
হারনো সে মায়াবতী হৃদয় সীমান্তে,
খুঁজি শুধু তাকে খুঁজি জীবন রাঙ্গাতে।।