ক্রমান্বয়
শপথ

ক্রমান্বয়ে আবর্তিত জীবনের গতি,
দায়িত্ব কর্তব্য বোধে অধিকার দাবী,
হতাশার বিবর্তনে সময়ের চাবি,
প্রাপ্তির সন্তুষ্ট চিত্তে অতীতের স্মৃতি।
অফুড়ন্ত চাহিদার অতৃপ্ত প্রত্যাশা,
স্বার্থের লোভ লালসা আঁধারে জীবন,
ন্যায় নীতি মানবতা সত্য বিসর্জন,
অপকর্মে অপরাধী বাঁচিবার আশা।

দিন দিন ক্রমান্বয়ে বৃদ্ধি পেল গতি,
সাফল্যের যশ খ্যাতি অস্তিত্ব প্রকাশ,
অত্যাচারী কর্মকান্ডে করে সর্বনাশ,
ক্ষমতাবান জগতে ভাবে অধিপতি।
জীবনের আস্তরণ ক্রমান্বয়ে গ্রাস,
বিস্তির্ণ পাপীর বুকে শুধু দীর্ঘশ্বাস।।