সময়ের ব্যস্ততায় কৃপন স্বভাব,
দৈনিক দিন মজুর কর্মজীবি পেশা,
বিশ্বাসে আকড়ে ধরে ভালোবাসা নেশা,
অদৃষ্টের প্রশ্নগুলো পাইনা জবাব।
কত কিছু ভাবি বসে সদ্য বর্তমান,
ফাঁকি দিয়ে গত হল অতীত অধ্যায়,
সুখ দুঃখের স্মৃতিরা ব্যথা বেদনায়,
অনাগত ভবিষতে নেই সমাধান।
সাবধানে যত্ন নিয়ে আটকাতে বাঁধি,
তবুও চলছে গতি সময়ের কাঁটা,
আমার জন্য হয়না অপেক্ষার খোঁটা,
কাকুতি মিনতি যত পদ তলে সাধি।
ধাওয়া করে সর্বদা অপরাধী ভেবে,
পলাতক আসামীর অপচয় তবে।।।