মনের আড়ালে কেন নিজেকে লুকিয়ে
অন্তরে গোপন রেখে আপন উদ্দেশ্য
হৃদয়ের লুকোচুরি মিথ্যা পরিচয়ে
পৃথিবীর বুকে নেই জীবনের লক্ষ্য
জগত জুড়ে মানুষ বেখেয়ালি নিজে
চাই পাই নাই নাই হতাশ জীবনে
আসলে কি প্রয়োজন গুরুত্ব কি বুঝে
তৃপ্তির অশান্তি শুধু অস্থিরতা মনে
সুন্দর উপস্থাপনে কথা ব্যবহার
জগতে বিলিয়ে দিতে বিধাতার দান
উত্তম চরিত্রে যদি থাকে অহঙ্কার
মানুষের অধিকারে ত্যাগে মহিয়ান
পৃথিবীতে দিতে নয় পেতে কাঁদে মন
মহাধনে ধনী হয়ে মানুষ কৃপন