কৃপাগুনে স্বাক্ষাত
শপথ
দয়া কর ক্ষমা কর অপরাধ মোর,
বিশ্ববুকে তুমি লুকে আপন দোসর।
পরিচয় অদ্বিতীয় অনন্ত অসীম,
কাছে এসো ভালবাসো দয়ালু রাহিম।
কি আমার অধিকার দেখার বাসনা,
স্বাক্ষাতে জড়িয়ে বুকে দাওনা শান্তনা।
ইহকাল পরকাল দাও হে নাজাত,
উপহার বিধাতার চাই যে জান্নাত।
হে মহান সুবাহান আকুতি আমার,
দুইহাতে মোনাজাতে পার্থণা ক্ষমার।
অবুজের অধমের অকুলে পাথার,
আমি যদি কভু কাঁদি কলঙ্ক তোমার।
কৃপাগুনে রহমানে করিবে উদ্ধার,
রহমতে বরকতে জীবন বান্দার।