চেনা চেনা চির চেনা কত চেনা তুমি,
হৃদয়ের মাঝখানে খুঁজি যাকে আমি।
চোখে চোখে চোখ রেখে অপলক চোখে,
মনে প্রাণে ভালবাসা দ্বীপ জ্বেলে রাখে।
হাতে হাতে দুটি হাত বাড়িয়ে দিলাম,
চুপি চুপি কানে কানে ডাকি প্রিয় নাম।
পথে পথে এক সাথে পৃথিবীর বুকে,
জীবনের খেলাঘরে চাই সুখে দুখে।
দিবানিশি তুমি আমি মিষ্টি আলাপনে,
ইতিহাস লিখে যাব প্রেমের ভূবনে।
যুগে যুগে মানুষের বুকের গভীর,
হাসি গানে মুখোরিত চিরস্থায়ী নীড়।
স্মৃতিময় দিনগুলি মধুর আনন্দে,
চিরঞ্জীব বেঁচে রব অন্তরের ছন্দে।।