জাহেলের পরিনাম কঠিন দোযখ,
দুনিয়ার বাদশাহী শক্তির ক্ষমতা,
মানুষের পরিণতি অস্থায়ী যোগ্যতা,
পথভ্রষ্ট পাপী তাপী অন্তরে অসুখ।
জীবনের মায়াবনে শান্তির নিবাস,
ধোকাবাজী প্রতারণা স্বার্থের বিজয়,
আগুন্তক যমদূত দেয়নি সময়,
গ্রেফতারি পরোয়ানা স্বপ্নের বিলাস।
ক্ষণিকের ভবলীলা আনন্দ উল্লাস,
সঙ্গীহীন তীর্থযাত্রী একাকী পথিক,
দুশমন প্রিয়জন আত্মীয় অধিক,
চিরন্তণ রীতিনীতি বিদায়ে হতাশ।
ভুলভ্রান্তি অগোচরে ক্ষমাতে শোধণ,
হিসাবের গরমিলে শাস্তির মরণ।।