মনের কপাট খোলে গেলি তুই ভুলে,
চোরের যাওয়া আসা তাই নিত্য চলে।
হারিয়ে অমূল্য ধন নিঃস্ব আজ তুই
পাবিনা জীবনে ফিরে চুরি হলো ভুঁই।
ছ'জনা প্রহরী তোর রাখেনি খবর,
গোপনে সিঁদ কাটিল ঢুকিল ভিতর।
কষ্টে অর্জিত সম্পদ গাফলতি তবে,
পবিত্র চরিত্র তোর কুলষিত ভবে।
ওগো প্রভু দয়াময় তুমি রহমান,
পূরণ কর আমার যত লোকসান।
আপন ক্ষতি সাধনে চলছে পথিক,
পায়নি ঠিকানা খুঁজে গন্তব্য সঠিক।
ও মহা পরিচালক জগতের স্বামী।
কঠিন জীবন যুদ্ধে হেফাজতে তুমি।