কোটা বঞ্চিত
শপথ

মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী কোটা অধিকার,
চাকুরীতে নিয়োগের চলে পায়তারা,
বেকার যুব সমাজ হচ্ছে দিশেহারা,
ঘুষ দিলে দশ লাখ ভাবে সরকার।
যোগ্যতার মাপকাঠি রাষ্ট্র চায় টাকা,
অর্জিত সার্টিফিকেট অবমূল্যায়ন,
দরখাস্তে আবেদন বাছাই বারণ,
শিক্ষিতেরাই অযোগ্য শূণ্যপদে ধোকা।

নিয়োগের বিজ্ঞাপন পত্রিকা কলামে,
কোটার ভাগ বন্টনে নেই অধিকার,
আবেদনের অযোগ্য প্রার্থী হওয়ার,  
স্মাতক স্মাতকত্তোর যোগ্যতার দামে।
আরো কত কোটা আছে করবে বঞ্চিত,
অভিশপ্ত জনগণ বেকার শিক্ষিত।