কাঁটা বনে নিত্য তুলি কলঙ্কের ফুল,
মালা গেঁথে গলে পরি দুই কানে দুল।
স্বপ্ন আশা হাসি মুখে ফুটে নাকফুল,
যতনে মাথায় করে বেঁধে রাখি চুল।
তুলিতে সে কুন্দকলি দিয়ে জলাঞ্জলি,
পরাগ করিতে চুরি সাজিলাম অলি।
পাঁপড়ি সামলে রাখে বাগানের মালি,
বাতাসে সুবাস গন্ধ পুষ্প দেয় ঢালি।।


নিন্দা ঘৃণার আঘাত সব বাঁধা টুঁটে,
মরি যদি কাঁটা ফোটে মধু নিতে লুটে।
কলঙ্কের রাজটিকা এ কপালে জোটে,
পিয়াসী বাসনা তব স্বাদ নাহি মিটে।
লাজ শরম বিকায়ে হৃদয় ব্যাকুল,
খুঁজেছি কোথায় ফোটে নবীন মুকুল।।