আকুল প্রাণের কথা কাহারে সুধাই,
মানুষের দ্বারে দ্বারে ঘুরি ফিরি একা,
অথচ পৃথিবী জুড়ে মানুষ বুঝাই,
ধরণীর বুকে নেই প্রাণ প্রিয় সখা।
হাজার লোকের ভিড়ে মনের মানুষ,
পাইনি খুঁজে কোথাও অচেনা স্বজন,
জনম দুঃখী অভাগা কপালের দোষ,
পরম আত্মীয় সে তো হৃদয়ে বন্ধন।
প্রেম সাধি ভালোবেসে জীবনের সন্ধি,
উপহাসে অপবাদ পাই অবহেলা,
সঙ্গীহীন বেঁচে থাকা অন্ধকারে বন্দি,
কৌতুহলে শূণ্য বুকে বাড়ে শুধু জ্বালা।
ছলনার প্রতারণা দুহাতে কুঁড়াই,
কলঙ্কের বদনাম উপহার তাই।