কত বড় কুলাঙ্গার জন্মেছে সন্তান
পিতা মাতার অবাধ্য জীবন যাপন
বন্ধু বান্ধব সকলে ভাবছে আপন
শলা পরামর্শ করে আদান প্রদান
গুরুজন পুজনীয় ভালো মন্দ জ্ঞানে
শাসনে বারণে রাখে সোহাগে আদরে
যত্নে ঢাকে নিরাপদে মায়ার চাদরে
নষ্ট যদি হয়ে যায় কুপথে গমণে
যে খেয়ালে সচেতন থাকে পিতা মাতা
উচ্চ মান মর্যাদার মঙ্গল কল্যাণ
আর্শিবাদে প্রতিদান ইজ্জত সম্মান
কলঙ্কের কালি মাখে নিচু করে মাথা
নিকৃষ্ট সন্তান যত স্বাধীন ইচ্ছাতে
গুরুত্ব নেই সম্পর্কে সিদ্ধান্ত মানতে