রাজা হয়ে প্রজাদের করেছি শাসন,
অন্তরে বিশাল রাজ্য রাণীর আসন,
হাসি কান্না সুখ দুখ গেঁথেছি চয়ন,
কবিতার মাঝে বাঁধি মানব জীবন।
উপেক্ষার অনাদরে তুচ্ছ অবহেলা,
অপমানে প্রতিশোধ প্রতিবাদী বলা,
স্বাধীনতা পরাধীন মানুষের খেলা,
আর্তনাদে আহাজারি নিত্যকার জ্বালা।
অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কলম,
বিজয়ী পরাজয়ের শান্তির আশ্রম,
সঞ্চিত হাতিয়ারের সাহস চরম,
অতৃপ্ত ভালোবাসায় ভুলেছি শরম।
তবু যেন মহাখুশি কবিতা আমার,
শব্দ বাক্য কাব্যমাঝে ব্যর্থতা ঘুচার।