কবিতার জন্ম
শপথ
বুকের যন্ত্রণাগুলো গর্ভবতী হয়ে,
বর্ণসাজে শব্দগুচ্ছে পুঞ্জীভূত করি,
অপূর্ব বাক্য গঠণে সদ্য ডেলিভারি,
কাতর প্রসব ব্যথা দিবানিশি সয়ে।
অন্তরে খুশির ঢেউ লিখতে কবিতা,
মগজ ভূমিষ্ঠ করে নবজাত বাক্য,
স্বর - ব্যাঞ্জণ বর্ণের মিলনের কাব্য,
কবির মাতৃত্ববোধ পায় স্বার্থকতা।
ছন্দের আনন্দ দোলা জননীর কোলে,
কল্পণায় পরিপুষ্ঠ সৃষ্টি অবশেষে,
পাঠক হৃদয়ে দিল কবি ভালবেসে,
বিবেক বিচারে যদি দুগ্ধ কভু মিলে।
হে পাঠক পড়ে দেখো ভাল আর মন্দ,
কবিতার জন্মে হল কবির আনন্দ।