কবিতা রচনা
শপথ

কবিতার অন্ত্যমিল ছিল ভুলে ভরা,
স্বর ব্যঞ্জণের বর্ণ বসে পাশাপাশি,
অর্থবোধক শব্দের গঠণের দোষী,
মনের ভাব প্রকাশে বাক্য তৈরি করা।
হতাশায় জর্জরিত আবেগের ছন্দ,
ব্যর্থতায় গুঞ্জরিত ক্লান্ত শ্রান্ত মনে,
কবির বেদনাক্লিষ্ট শান্তণা জীবনে,
দুর্লভ শব্দভান্ডারে ডুবিল আনন্দ।

কবির রচিত কাব্য শেষ উপখ্যান,
ক্রমাগত রুপান্তর কবিতা হিসাবে,
অবহেলায় মুমূর্ষ পাঠক মন্তব্যে,
ডাস্টবিনে আবর্জনা দুর্গন্ধে সুঘ্রাণ।
কল্পলোকের আল্পনা সৃষ্টি উম্মাদনা,
উদ্ভান্ত কবির চেষ্টা কবিতা রচনা।