কবির সন্তান
শপথ

কবির সন্তান যেন আদরে সোহাগে,
ভালবেসে স্থান পায় বুকের গহীণে,
স্নেহ মায়া মমতায় পাঠকের মনে,
অমর অক্ষয় বাঁচে যুগান্তের যুগে।
প্রজন্মের কোল জুড়ে যত্নের লালন,
থাকবে না কবি ভবে চিরদিন তবে,
সুসন্তান জন্মদানে বাঁচিবে গৌরবে,
মর্যাদায় চিরঞ্জীব স্বার্থক জীবন।

আর্শিবাদ দিবে সবে কপালে চুম্বন,
মঙ্গল কল্যাণে তথা সৌভাগ্যের চাবি,
কলমের কালিগুলো সন্তানের ছবি,
শান্ত শিষ্ট নম্র ভদ্র নিষ্পাপ বদন।
প্রতিভায় বিকশিত আগামী প্রজন্ম,
ধন্য মাতৃত্ব কবির কবিতার জন্ম।