কবির প্রসব ব্যথা
শপথ
অজস্র স্বপ্নের ভিড়ে আঁখি কোণে খুঁজি,
সমস্ত কল্পনা জুড়ে করি বসবাস,
অসমাপ্ত কাব্য রচি শুধু দীর্ঘশ্বাস,
অনন্ত অপেক্ষা নিয়ে দুই চোখ বুঝি।
অফুরন্ত সময়ের ভাবনার স্রোতে,
আপ্রাণ প্রচেষ্টাগুলো শব্দের গাঁথুনি,
অক্লান্ত পরিশ্রমের ইতিবৃত্ত টানি,
ছন্দ বাক্যের কবিতা স্বার্থকতা পেতে।
পাঠকের কোলে দিয়ে প্রতিক্ষায় থাকা,
কাতর যন্ত্রণা বুকে প্রসব ব্যথায়,
গর্ভধারণ জগতে সন্তান আশায়,
ভূমিষ্ট করিব এক সুন্দর বালিকা।
রুপে গুণে মুগ্ধকর প্রশংসা দাবী,
প্রতিভা প্রকাশে কাব্য মা জননী কবি।।।