কবির কবিতা
শপথ
কবির কল্পনা শক্তি কবিতা লেখার,
অন্তরালে লুকায়িত অতি প্রিয়জন,
ভাবনায় বসবাস বুকের গহণ,
সুন্দর সাজানো সৃষ্টি কাব্য রচনার।
শব্দের অতলে ডুবে কাগজে কলমে,
অপূর্ব বাক্য গঠনে উপমার ছন্দ,
হৃদয় দৃষ্টিতে হেরে মনে দিদ্বা দন্ধ,
দিব্যজ্ঞানে নিত্য আশা বিশ্বাসের প্রেমে।
তন্দ্রাহারা কাটে কত দিবস রজণী,
অপরুপ প্রকৃতির অদৃশ্য প্রণয়,
ভালোলাগা অনুভবে চিত্তে অভিনয়,
শান্তির উষ্ণ পরশ হৃদয়ে কাঁপনি।
মনের গহীণ বনে নাচে বুলবুলি,
কবির কবিতা ফুল ভালোবাসা ঢালি।