কবি যাদব চৌধুরী
শপথ
যাদব চৌধুরী কবি আসরে মহান,
অপূর্ব শব্দ বাক্যে অসাধারণ সৃষ্টি,
কবিতার পাতায় শুধু রাখছি দৃষ্টি,
কাব্যরসে ভরপুর মিষ্টি সুধা পান।
জ্ঞানী গুণী ঋষী মুনী পবিত্র হৃদয়,
কলমের সাধনাতে প্রতিভা বিকাশ,
অর্থনীতি রাজনীতি ধর্মীয় প্রকাশ,
অন্যায়ের প্রতিবাদে বিদ্রোহী নিশ্চয়।
ওগো কবি মহাশয় কবিদের প্রিয়,
ভালবাসার বন্ধনে হৃদয়ের সন্ধি,
উৎসাহের মন্তব্যে করেছেন বন্ধি,
নবীন প্রবীণ মাঝে পরম শ্রদ্ধেয়।
ব্যক্তিত্বের প্রশংসা মর্যাদা বিশেষ,
আল্লাহর কৃপা হোক জীবনে অশেষ।