কবি তমাল ব্যানার্জি
শপথ
আধমের পাগলামী প্রতিটি কবিতা
পাঠক হৃদয়ে জানি স্থান নাহি পাবে
তবুও মন্তব্য করে অনায়েসে যাবে
আন্তরিক উৎসাহে নেই কৃপণতা।
ব্যক্তিত্বের অধিকারী মহত্ব প্রকাশ,
জ্ঞানী গুণী কবি বন্ধু ভালবাসা দিয়ে,
আসরের সকলকে বেঁধেছে প্রণয়ে,
অনবদ্য কাব্য রচে প্রতিভা বিকাশ।
তমাল ব্যানার্জি কবি কবিদের প্রিয়,
মানুষের প্রাণে গাঁথা বুকের গভীরে,
লতার মত প্যাচিয়ে ভিতর বাহিরে,
ব্যাসার্ধের বৃত্ত চিত্তে পরম শ্রদ্ধেয়।
নাই কোন অহমিকা সহজ সরল,
জিন্দাবাদ বিজয়ের জীবন সফল।